ICC Champions Trophy চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যাবে না ভারত। আইসিসি-কে সরকারি ভাবে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। তার পরেই পাল্টা খেলায় নেমে পড়েছে পাকিস্তান। ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আদালতে যাওয়া তো রয়েছেই। এ বার ভারতের অলিম্পিক্স আয়োজনের বিরোধিতাও করতে চলেছে তারা। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি, যত দিন সে দেশে ভারত খেলতে যাবে না তত দিন কোনও খেলাতেই ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান।
শুধু তাই নয়, পাকিস্তান সরকারের তরফে ভারতের অলিম্পিক্স আয়োজনের বিরোধিতা করা হবে। ICC Champions Trophy আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) দরবার করার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তানের দাবি, খেলাধুলোর প্রতিযোগিতাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে ভারত। যদিও আইওসি সেই দাবি মানবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। গত ১ অক্টোবর আইওএ লিখিত ভাবে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে।
গত বছর প্রধানমন্ত্রী প্রথম বার ভারতের অলিম্পিক্স আয়োজনের কথা বলেছিলেন। তার পরেই শুরু হয়েছিল প্রস্তুতি। তবে ভারত আবেদন করলেই অলিম্পিক্স আয়োজনের অনুমতি পাবে এমন নয়। কারণ ভারত ছাড়াও ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার দৌড়ে রয়েছে সৌদি আরব, কাতার, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক।
২০২৮ সালের অলিম্পিক্স হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের অধিকার পেয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান থমাস বাক জানিয়েছেন, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে চেয়ে অনেকগুলি শহর আবেদন করেছে। বিভিন্ন সময়ে মোদীকে বলতে শোনা গিয়েছিল ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার কথা। প্রধানমন্ত্রী বলেছিলেন, “২০৩৬ সালে ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজন করার চেষ্টায় আমরা কোনও খামতি রাখব না। ১৪০ কোটি ভারতীয়ের এটা বহু দিনের স্বপ্ন।”